চট্টগ্রাম

চট্টগ্রামেের সিটিজেন পার্ক বন্ধ লোহাগাড়া থানার পুরান কার্যালয়ে চলছে পুলিশং কার্যক্রম

কামরুল ইসলাম চট্টগ্রামঃ
লোহাগাড়া থানার সাহসী চৌকস পুলিশ অফিসার ইনচার্জ ওসি রাশেদুল ইসলাম বলেছেন, লোহাগাড়া থানায় ল ছাত্র জনতা না বুঝে তাদের সম্পদ তারা নষ্ট করছে আগুনে পুড়িয়ে দিয়েছিল থানা তাই কিছু দিনের জন্য আমিরাবাদ সিটিজেন পার্কে আমরা পুলিশী কার্যক্রম পরিচালনা করেছিলাম বর্তমানে আমরা আবারও পুরাতন কার্যালয়ে পিরে এসে স্বাভাবিক নিয়মে পুলিশীং কার্যক্রম শুরু করেছি। আমরা সবকিছু স্বাভাবিক করে পুরোদমে কাজে ফিরতে চেষ্টা করছি। এর মধ্যে অনেক কার্যক্রম শুরু হয়েছে। সবকিছু স্বাভাবিক করতে আমরা জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা চাই। যেইকোনো তথ্য ও পরামর্শ দিতে যে কেউ উনার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন বলেও উল্লেখ করেন। ওসি রাশেদুল ইসলাম গতকাল (বৃহস্পতিবার) বিকেলে উক্ত প্রতিনিধির সঙ্গে মোবাইল ফোনে মতবিনিময় কালে এসব কথা বলেন। তিনি বলেন, মাঠ পর্যায়ে কিছু পরিবর্তন করা হয়েছে। সব রাতারাতি চেঞ্জ হবে এরকম নয়। আমরা ফিল্ড লেভেলে কিছু চেঞ্জ আনতে চাই। একদিনে সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। সেবাপ্রার্থীদের কুইক রেসপন্স করার কথা জানিয়ে ওসি রাশেদুল ইসলাম বলেন, আমরা সাধারণ ডায়েরি করি, সেখানে হয়তো এক ঘণ্টা লাগে, আধঘণ্টা লাগে। কিন্তু আমরা চাই কুইক রেসপন্স করতে। কম সময়ের মধ্যে যেন আমরা সেবা প্রদান করতে পারি। আমরা কুইক রেসপন্স করতে পারি কিনা–এই বিষয়টি নিয়ে আমি একটু কাজ করতে চাই। থানায় সেবার মান বৃদ্ধি করতে, পুলিশের সার্ভিস দ্রুত কাজ করতে সহযোগিতা চাই। মামলার তদন্ত কোয়ালিটি নিশ্চিত করতে চাই। যাতে বিচারের ক্ষেত্রে রেজাল্ট পাওয়া যায়। মাঠ পর্যায়ে পুলিশের সার্ভিসের পরিবর্তনে কাজ করার কথা উল্লেখ করে তিনি বলেন, যাতে লোহাগাড়া থানার মানুষ অতিসহজে ও দ্রুত পুলিশি সেবা পায় আমরা সেই চেষ্টা করছি। তিনি আরো বলেন, আমাদের দ্বারা কতটুকু সম্ভব আমি জানিনা তবে আমরা শতভাগ সেবা নিশ্চিত করতে চাই। লজিস্টিক সাপোর্টের কারণে কিছু সেবা দিতে দেরি হতে পারে। কিন্তু আমরা চেষ্টা করব। দেখা গেল থানার এখিতিয়ার নেই, এরকম অনেক বিষয় নিয়েও অনেকে আসে। অনেকে না বুঝেই আসে। আসবে স্বাভাবিক, হয়তো সে অতটা বুঝে না। সেটাও আমরা ভালোভাবে বলে দিচ্ছি, এটা ক্রিমিনাল ম্যাটার না। পুলিশের ভুলগুলো গণমাধ্যমে আসা উচিত মন্তব্য করে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমি চাই ইতিবাচক সমালোচনা থাকুক। আমরা যেটি ভুল করছি সেটি অবশ্যই গণমাধ্যমে আসা উচিৎ। যত বেশি ইতিবাচক সমালোচনা থাকবে সেখান থেকে আমরাও শিখতে পারবো। মামলার তদন্তের মানোন্নয়ন নিয়ে কাজ করবেন জানিয়ে ওসি রাশেদুল ইসলাম বলেন, ইনভেস্টিগেশনের কোয়ালিটি নিয়ে আমরা কাজ করতে চাই। আমরা চাই কত বেশি কোয়ালিটি ইনভেস্টিগেশন করা যায়। আর একটি বিষয় দেখতে হবে, ইনভেস্টিগেশন কি এভিডেন্স বেইজড হচ্ছে নাকি। এভিডেন্স বেইজড হলে সেটা ভালো রেজাল্ট আসবে।’
গণমাধ্যমকর্মীরা তথ্যের বিষয়ে পুলিশের অফিসারদের সহযোগিতা না পেলে আমাকে অবগত করুণ যেই কোন অভিযোগের প্রেক্ষিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন ওসি রাশেদুল ইসলাম। সমাজের মানুষের নিরপত্যার সার্থে যেই কোন সঠিক তথ্য দিয়ে আমাদের কে সহযোগিতা করুন সহযোগীতাকারির নাম আমরা গোপন রাখব। লোহাগাড়া থানা থেকে অনেক অস্ত্র সহ মালামাল লুট করা হয়েছে যেই সকল মালামাল এখনো থানায় জমা দেওয়া হয়নি এই সকল মালামালের বিষয়ে আমাদের তত্ত্ব দিয়ে সহযোগিতা করুন।

এই বিভাগের আরও খবর

Back to top button