ভোলা

ভোলা দক্ষিণ প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

বিশেষ প্রতিনিধিঃ
প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নদীমাতৃক গণমাধ্যমকর্মীদের প্রাণের সংগঠন ‘ভোলা দক্ষিণ প্রেসক্লাব’এর সাধারণ সভা ও সম্মেলন ২০২৪ ।জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান উপদেষ্টা মনোনীত হয়েছে।

এ সময় মাতৃজগত টিভির পরিচালক দ্য রেডটাইমসের স্টাফ রিপোর্টার প্রভাষক রিপন শান কে সভাপতি, দৈনিক আমাদের বাংলার ভোলা জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম রণি কে সাধারণ সম্পাদক করে পঁচিশ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করেছে ভোলা দক্ষিণ প্রেসক্লাব।

দ্বীপজেলা ভোলার মধ্যবর্তী কুঞ্জেরহাটে অবস্থিত গোল্ডেন সান চাইনীজ রেস্তোরাঁয় বৃহস্পতিবার ( ১৫ আগস্ট ২০২৪ ) বিকেলে ভোলা দক্ষিণ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি রিপন শানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রণির সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত প্রেসক্লাব সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন এই কার্যনির্বাহী কমিটি গঠনৎকরা হয় ।ভোলা দক্ষিণ প্রেসক্লাবের পঁচিশ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটিতে : কবি রিপন শান ( ভোলার কণ্ঠ/ মুক্তবুলি/ দ্য রেডটাইমস ) কে সভাপতি এবং তরিকুল ইসলাম রণি ( আমাদের বাংলা, আলোকিত বরিশাল ) কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য সাংবাদিকরা হলেন: কবি নীহার মোশাররফ ( ভিন্নমাত্রা ডটকম ) সিনিয়র সহ-সভাপতি।মোঃ সাইফুল ইসলাম আকাশ ( আজকের পত্রিকা ) সহ-সভাপতি। কবি এম এ মান্নান ( ভোরের দর্পণ / মুসলিম টাইমস ) সহ-সভাপতি। হেলাল উদ্দিন নয়ন ( বরিশাল প্রতিদিন ) সহ-সভাপতি।হাসিব ইশতিয়াক আহমেদ ( দেশ রুপান্তর ) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।পলাশ তালুকদার ( তৃতীয় মাত্রা ) যুগ্ম সাধারণ সম্পাদক।মিজান পাটোয়ারী ( আজকের বসুন্ধরা ) যুগ্ম সাধারণ সম্পাদক। মেহেদী হাসান মোর্শেদ ( সিএনএন বাংলা টিভি/ বাংলাদেশ সমাচার ) সিনিয়র সাংগঠনিক সম্পাদক। প্রভাষক মোসলেউদ্দিন মুরাদ ( দেশের কণ্ঠ ) সাংগঠনিক সম্পাদক।
রুবেল আশরাফুল ( খোলা কাগজ / মহাসময় ) সাংগঠনিক সম্পাদক । মোঃ মিজান হাওলাদার ( দৈনিক চিত্র / আমাদের বরিশাল ) কোষাধ্যক্ষ। মোহাম্মদ ইস্রাফিল নাঈম ( প্রতিদিনের সংবাদ ) প্রচার ও প্রকাশনা সম্পাদক। এসএম মামুন হোসাইন ( আজকের দর্পণ ) তথ্য ও গবেষণা সম্পাদক। জসিম মাতাব্বর ( আমাদের বরিশাল) সমাজকল্যাণ ও জনসংযোগ সম্পাদক । প্রভাষক মু. নুরুল্লাহ আরিফ ( উপকূল বার্তা ) শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক । সিমা বেগম ( বাংলাদেশ সমাচার ) বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক । হাসান ফরাজী ( আলোচিত কণ্ঠ ) অনুষ্ঠান সম্পাদক । মোঃ তরিকুল ইসলাম ( বাংলা খবর/ টুয়েন্টিফোর ওপেন টিভি ) দপ্তর সম্পাদক। নিয়াজ মাহমুদ জয় ( সকালের সময় ) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক। এইচ এম ইকবাল হোসেন ( ভোলার বাণী ) নির্বাহী সদস্য।এমরান হাসান আলীম ( মাতৃজগত ) নির্বাহী সদস্য।মোঃ রাকিব হোসেন ( প্রাইভেট ডিটেকটিভ ) নির্বাহী সদস্য।মোঃ আখতার হোসেন ( মানবাধিকার প্রতিদিন )নির্বাহী সদস্য।

সাধারণ সভায় সভাপতির বক্তব্যে ভোলা দক্ষিণ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা প্রভাষক কবি রিপন শান বলেন- ৯ ডিসেম্বর ২০২০ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের মানববন্ধন থেকে আজ পর্যন্ত নানাবিধ সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমাদের ভোলা দক্ষিণ প্রেসক্লাব তার কর্মধারায় ক্রমবিকশিত একটি সাংবাদিক সামাজিক জোট।বিভিন্ন সময়ে আমরা ষড়যন্ত্রকারী রক্তচক্ষুর রোষানলেও পড়েছি। আমাদের হাত বাঁধা নেই।
আমরা গণমানুষের কথা বলেই যাবো। সততা দেশপ্রেমকে বুকে ধারণ করে আমরা এগিয়েই যাবো।দেশের বিরাজমান পরিস্থিতিতে আমাদের কলম দুর্বার গতিতে চলমান থাকবে। আমরা করবো জয় ইনশাআল্লাহ ।

Back to top button