গাইবান্ধা

জাতীয় শোক দিবসসহ ৩টি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তু‌তিমূলক সভা

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ী‌ উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বকা‌লের সর্ব‌শ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৫ তম জন্ম বার্ষিকী,বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯৪ তম জন্মবার্ষিকী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট ‘জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এক প্রস্তু‌তিমূলক আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

১ আগস্ট বৃহস্পতিবার সকালে উপ‌জেলা পরিষদ সম্মেলন কক্ষে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মাদ কামরুল হাসান এর সভাপতিত্বে সভায় বক্তব‌্য রা‌খেন,উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান আলহাজ্ব এ‌কেএম মোক‌ছেদ চৌধুরী বিদ‌্যুৎ,পৌর মেয়র গোলাম স‌রোয়ার প্রধান বিপ্লব, উপ‌জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সাইফুল্যার রহমান চৌধুরী তোতা,সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু ফরহাদ মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টার্স ইউনিটি সভাপতি আশরাফুল ইসলাম,সাংবাদিক মাসুদার রহমান মাসুদ সহ অ‌ন্যান্যরা। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্ত‌রের কর্মকর্তা, রাজ‌নৈ‌তিক ব‌্যক্তিবর্গ, গণমাধ‌্যমকর্মীসহ বি‌ভিন্ন পেশাজীবি সংগঠন নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

উল্লেখ্য, এ প্রস্তুতি সভায় ৫ আগস্ট বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন ও ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৪ তম জন্মদিন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৪৯ তম শাহাদত বার্ষিকী উদযাপনে বিভিন্ন কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এরআগে পলাশবাড়ী উপজেলা সন্ত্রাস নাশকতা বিরোধী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button