পটুয়াখালী

পটুয়াখালীর তিন উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর ৩ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন
পটুয়াখালী সদর উপজেলায় রেজাউল করিম সোয়েব ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৩২ হাজার ২১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিজানুর রহমান মনির আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২১ হাজার ৮৯৯ ভোট, পটুয়াখালী জেলার আরেকটি উপজেলা হলো দুমকি উপজেলা এখানে নির্বাচিত হয়েছন।

মালটা আওয়ামী লীগের সভাপতি মোঃ কাওসার আমি হাওলাদার কাপ-পিরিচ প্রতীক নিয়ে ১৪ হাজার ১০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বর্তমান উপজেলা চেয়ারম্যান ডক্টর হারুন অর রশিদ হাওলাদার মোটরসাইকেল প্রতীক নিয়ে ৯ হাজার ৪২ ভোট পেয়েছেন।এছারাও আরেকটি উপজেলা হলো মির্জাগঞ্জ উপজেলার বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিকী কাপ পিরিচ প্রতীক নিয়ে ২২ হাজার ৬৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ৯১৩ ভোট।উল্লেখ্য থাকে যে গত ২৯ মে নির্বাচনের কথা থাকলেও ঘূর্ণিঝড় রেমালের কারনে তা পিছিয়ে ৯ই জুন রোজ রোববার নির্বাচন অনুষ্ঠিত হয়,।

এই বিভাগের আরও খবর

Back to top button