সালমা আক্তার দাউদকান্দি কুমিল্লাঃ
ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক উপলক্ষে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৭ এপ্রিল বুধবার সকাল ১১ এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আরাফাতুল আলম’এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোঃ আলী সুমন। এছাড়া উপস্থিত ছিলেন দাউদকান্দি সহকারি কমিশনার ভূমি মোঃ জিয়াউর রহমান, উপজেলা প্রকল্প ব্যবস্থাপক মোঃ শরিফ উল্লাহ,, উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি প্যানেল মেয়র মোঃ রকিব উদ্দিন ও দাউদকান্দি ওলামা লীগের সভাপতি হাজী মান্নানসহ আরো নেতৃবৃন্দ। এ সময় ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতার শীর্ষক উপলক্ষে বক্তব্য দেন, প্রধান অতিথি দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন ,উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আরাফাতুল আলম, সহকারী কমিশনার ভূমি মোঃ জিয়াউর রহমান, প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব। বক্তব্যে বক্তারা বলেন, আমাদের প্রজন্মকে এই দিন সম্পর্কে অবগত করতে হবে এবং যুদ্ধের ইতিহাস জাগ্রত রাখতে হবে এবং এই দিনে দিবসটি পালন করতে হবে। যেমন আমরা ১৬ ডিসেম্বর বিজয় দিবসের মাধ্যমে আমাদের সার্বৌমত্ব নিশ্চিত করতে পারি তেমনি মুজিবনগর সরকারের মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করতে পেরেছি এবং সারা বিশ্বের সমর্থন পেয়েছি। এই দিনে সবাই বঙ্গবন্ধুর নামে একতাবদ্ধ হয়েছে। বক্তারা আরও বলেন, আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে, তবে আমরা খুব কঠিন জিনিসকে খুব সহজে জয় করতে পারব ইনশাল্লাহ।