দেশজুড়ে

দাউদকান্দিতে তিন দশক পর ঈদ পূণর্মিলনে মিলিত হল কাদিয়ারভাঙ্গা ন্যাশনাল ক্লাবের সদস্যরা

সালমা আক্তার দাউদকান্দি কুমিল্লাঃ
দাউদকান্দি দক্ষিন অঞ্চলের নব্বই দশকের প্রভাবশালী রাজনৈতিক ও সামাজিক সংগঠন কাদিয়ারভাঙ্গা ন্যাশনাল ক্লাব-এর প্রবীন সদস্যদের “তিন দশক পর ঈদ পূণর্মিলন ও আলোচনা সভা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার বিকালে উপজেলার কাদিয়ারভাঙ্গা বেগম রহিমারোশন গার্লস মাদরাসা মাঠে এই অনুষ্ঠানে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে ক্লাবের সাবেক সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক শরীফ প্রধানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার মো. কামরুল হাসান খোকন, ইঞ্জিনিয়ার মো. মনির হোসেন, মো. রোশন প্রধান, ফারুক হোসেন আখন্দ, আব্দুল আউয়াল, বিশ্বনাথ বনিক, মিজানুর রহমান মেম্বার, অ্যাডভোকেট রাসেল রাফী, জহিরুল ইসলাম, মো. নজরুল ইসলাম প্রধান, নূরআলম সরকার, মাওলানা ওমর ফারুক, সাংবাদিক নুরুন্নবী, মো. ফারুক আহাম্মেদ ও মাছুম বিল্লাহ আখন্দ।

এসময় উপস্থিত ছিলো, হজু মিয়া মেম্বার, হান্নান মেম্বার, মকবুল মজুমদার, সেলিম সরকার, আব্দুল আউয়াল, আমির হোসেন মেম্বার, আলী আহাম্মেদ প্রধান, রুহুল আমিন প্রধান, মো. কবির হোসেন, আব্দুল লতিফ প্রধান, ক্ষুদিরাম ঘোষ, মনির হোসেন ভূঁইয়া, মোন্তাজ উদ্দিন মুহুরি, মহসিন আখন্দ, আব্দুল কাদির মজুমদার, আবু কালাম ভূঁইয়া

বাবুল ভূঁইয়া, শফিক প্রধান, সোলেমান প্রধান, সেলিম প্রধান, সুরুজ প্রধান, মাছুম প্রধান, হারুন প্রধান, নাজির প্রধান, বিল্লাল হোসেন রিয়াদ, ফারুক প্রধান, মনির হোসেন, বাবুল মিয়া, নুরুন্নবী প্রধান, নজরুল প্রধান, রাজু প্রধান, দিপু প্রধান, উজ্বল প্রধান, জাহিদুল ইসলাম, শান্ত প্রধান, মনির হোসেন ও শাহাবুদ্দিন প্রধান প্রমূখ।

উল্লেখ্য, ১৯৮৯ সালে কাদিয়ারভাঙ্গা ন্যাশনাল ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৩ সালের ২০ আগস্ট সর্বশেষ কমিটির নির্বাচন হয়। সে সময় ১০৮ সদস্যের মধ্যে ৩০ জন সদস্য মৃত্যুবরন করেছে। জীবিতদের অনেকে বৃদ্ধ ও অসুস্থ। ৩০ বছর পর মিলিত হতে পেরে তারা খুবই আনন্দিত। আলোচনা শেষে মৃতদের রুহের মাগফেরাত কামনা ও সকল সদস্যদের জন্য দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button