ক্রিকেট
চ্যাম্পিয়ন ট্রফিতে দল না পাঠালে ভারতকে জরিমানা করার দাবি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি
মোঃ সুজন আহমেদ বেনাপোল প্রতিনিধিঃ
অনেক জলঘোলার পর শেষপর্যন্ত হাইব্রিড মডেলে আয়োজিত হয়েছিল এশিয়া কাপ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) একই শঙ্কায় আছে চ্যাম্পিয়নস ট্রফি নিয়েও। ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান। এশিয়া কাপের মত যদি এ টুর্নামেন্টেও বিসিসিআই দল না পাঠিয়ে হাইব্রিড মডেলে যেতে চায়, তাহলে পিসিবিকে যেন সে ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হয়।
সেজন্য আগে থেকেই আইসিসির কাছে ক্ষতিপূরণ দাবি করে রেখেছে পিসিবি।
এ প্রসঙ্গে পিসিবি কর্মকর্তারা বলেছেন, গত দুই বছরে অনেক শীর্ষস্থানীয় দল নিরাপত্তা-সংশয় ছাড়াই পাকিস্তানে সফর করেছে।তাঁরা এটিও বলেছেন যে,বিসিসিআই যদি দল না পাঠায় এবং ভারতের ম্যাচ অন্য কোথায় স্থানান্তর করতে হয়, তাহলে আইসিসি কর্তৃক পিসিবিকে ক্ষতিপূরণ দিতে হবে।’