দেশজুড়ে

ইউরেনিয়াম জ্বালানির যুগে বাংলাদেশ

মোঃ মিন্টু শেখঃ
ইউরেনিয়াম জ্বালানির যুগে বাংলাদেশ
রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য রাশিয়া থেকে এসেছে ইউরেনিয়াম।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়াম
হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ঐতিহাসিক এই কমিশনিংয়ের মধ্য দিয়ে ইউরেনিয়াম জ্বালানির যুগে প্রবেশ করবে বাংলাদেশ, গড়বে নতুন ইতিহাস।

২০২৪ সালের মার্চে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। আর দ্বিতীয় ইউনিটেও ২০২৫ সালের মাঝামাঝি সমপরিমাণ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত হয়ে দেশের বিদ্যুৎ ঘাটতি পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।দেশে বিদ্যুতের যে ঘাটতি সেইটা আর হবে না।

এই বিভাগের আরও খবর

Back to top button