রাজনীতি

ঠাকুরগাঁও-২ আসনে নৌকার মাঝি হতে চান বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী

মোঃ নুরনবী বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁওঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ২৬/০৯/২০২৩ইং রোজঃ মঙ্গলবার বিকালে দোগাছি বাজারে হাট সভা ও গণসংযোগ করেছেন আওয়ামী লীগের বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে মনোনয়ন প্রত্যাশিদের দৌড়ঝাপ। বিশেষ করে সম্ভাব্য প্রার্থী হওয়ার আগ্রহের কথা জানান দিচ্ছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। এছাড়াও দলীয় মনোনয়ন পেতে স্থানীয় নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় নেতাদের কাছেও ধরনা দিচ্ছেন অনেকে।

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে নিজেকে যোগ্য, ত্যাগী, আওয়ামীলীগের নিবেদিত প্রাণ ও ক্লিন ইমেজের প্রার্থী হিসাবে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তিনি চতুর্থ বারের মতো বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতির নির্বাচিত হয়ে সুনামের সহিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর জন্ম ১৯৫১ সালের ১৩ জুলাই। ৫ ভাই ৩ বোনের মধ্যে তিনি তৃতীয়। শিক্ষা জীবন শুরু হয় ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী থেকে। বালিয়াডাঙ্গীর সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লাহিড়ী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৭ সালে এসএসসি পাশ করার পর ঠাকুরগাঁও সরকারি কলেজ হতে ১৯৬৯ সালে এইচএসসি সম্পন্ন করেন এবং ১৯৭২ সালে বিএসসি ডিগ্রী লাভ করেন। ছাত্র জীবনে তিনি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি সে সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঠাকুরগাঁও সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়ে ছাত্র-ছাত্রীদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

১৯৭১ সালে তিনি ঠাকুরগাঁও মহকুমা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক থাকাকালীন সময়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পরে তিনি বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সাথে যুক্ত ছিলেন। ১৯৮৫ সালে তিনি বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ৫ বছর সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী এলাকায় আ’লীগের নেতা-কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সরকারের উন্নয়ন কর্মসূচী তুলে ধরে ঠাকুরগাঁওয়ের উন্নয়নসহ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিভিন্ন স্থরের মানুষের সাথে কুশল বিনিময় করছেন।

তিনি পিতার আদর্শকে ধারণ করে জননেত্রীর শেখহাসিনার স্বপ্ন বাস্তবায়ন করতে প্রার্থী হিসেবে আওয়ামীলীগের মনোনয়ন পেতে আগ্রহী। তিনি আশা ব্যক্ত করে বলেন আওয়ামীলীগ সভাপতি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং তিনিও চান প্রতিটি নির্বাচনী এলাকায় যোগ্য, ত্যাগী ও ক্লিন ইমেজের প্রার্থী মনোয়ন দেওয়া।

তিনি গত ৩ টি সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন আমার বাবা আওয়ামী লীগের শুরু থেকে রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি ১৯৬৬ সালে ৬ দফা দাবীর আন্দোলনে যুক্ত ছিলেন। বাবার নির্দেশে ১৯৬৯ সালে গণঅভ্যূত্থান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি এবং ১৯৭৫-এ বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যার প্রতিবাদ করতে গিয়ে দীর্ঘ এক বছর হুলিয়া মাথায় নিয়ে ঘুরে বেড়াতে হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন নেত্রীসহ কেন্দ্রীয় নেতারা ঠাকুরগাঁও-২ আসনের রাজনীতি এবং নেতাদের সম্পর্কে জানেন। তাই বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে আগামী নির্বাচনে প্রার্থী হতে চাই, যদি নেত্রী দলীয় মনোনয়ন দেন।

এই বিভাগের আরও খবর

Back to top button