গ্রাম বাংলা

শাজাহানপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা ডু ডু খেলা অনুষ্ঠিত হয়েছে

সুজন শাজাহানপুর বগুড়াঃ
গ্রাম বাংলার ঐতিহ্যের এক সময়ের জনপ্রিয় খেলা হা-ডু-ডু এখন অনেকটাই বিলুপ্তির পথে। গ্রামের কাঁচা রাস্তায়, মাঠ, বাগানে বা খোলা স্থানে জমজমাট ও উৎসবমুখর পরিবেশে হতো এ হা-ডু-ডু খেলা।
কিন্তু কালের আবর্তে সেই খেলা এখন আর দেখা যায় না। তাই জনপ্রিয় এ খেলা টিকিয়ে রাখা ও নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে এবং খেলাধুলায় অংশ গ্রহন করি মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগান কে সামনে রেখে

শুক্রবার (১৫সেপ্টেম্বর)বিকাল ৪ ঘটিকায়
বগুড়া শাজাহানপুরে চোপীনগর মধ্যে পাড়ার উদ্যোগে চোপীনগর তিন মাথা সংলগ্ন আমতলা নামক স্হানে অনুষ্ঠিত হয়ে গেল হা-ডু-ডু প্রতিযোগিতা।

উক্ত হা-ডু-ডু খেলায় অংশ গ্রহণ করেন অত্র গ্রামের
চোপীনগর বিবাহিত বনাম চোপীনগর অবিবাহিত
খেলায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিক সহ সভাপতি হিসাবে ছিলেন নজরুল ইসলাম কাজিনূর নুর হোসেন চেরু

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বগুড়া জেলা বিএনপি’র নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক, ও শাজাহানপুর উপজেলা বিএনপি’র সভাপতি মোহাম্মদ এনামুল হক শাহীন

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন,
এস ইও এক্সপার্ট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বকুল উদ্বোধক হিসেবে ছিলেন শাজাহানপুর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম রিপণ বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মনিরুজ্জামান স্বপন ও মাসুদ রানা উক্ত খেলার ধারাভাষ্যকারে ছিলেন শাজাহানপুর উপজেলা যুবলীগ নেতা এস এম শাহ আলম নান্নু খেলায় প্রধান রেফারির দায়িত্বে ছিলেন আব্দুর রশিদ (খোকা)

খেলার ফলাফল বিবাহিত ২পয়েন্ট অবিবাহিত ২ পয়েন্ট
খেলা শেষে দুই দলের হাতে পুরস্কার ও মেডেল তুলে দেন খেলায় সভাপতি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ।

নাগরিক জীবনের ব্যস্ততায় হারিয়ে যাওয়া এ ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা দেখতে চোপীনগর তিন মাথা আমতলায় জড়ো হয় কয়েক শতাধিক দর্শক ও ক্রীড়া প্রেমী।

এই বিভাগের আরও খবর

Back to top button