মোঃ মিন্টু শেখঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ছোট মেয়ে শেখ রেহেনার ৬৯তম জন্মদিন আজ। ১৯৫৫ সালের ১৩ সেপ্টেম্ববর ঢাকার মিটফোড হাসপাতালে তার জন্ম হয়।তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন,১৯৭৫ সালের ১৫ আগষ্টের কালরাতে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের হত্যা করে কিছু বিপদগামী সেনা সদস্য। সে সময় শেখ রেহেনা তার বড় বোন শেখ হাসিনার সঙ্গে পশ্চিম জার্মানিতে ছিলেন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় শেখ রেহেনা ও পরিবারের সঙ্গে ধানমন্ডিতে গৃহবন্দী ছিলেন। শেখ রেহেনা যিনি ছোট আপা নামে পরিচিত তার বাবা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কাছ থেকে একটি সাধারণ জীবনধারা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন।
শেখ রেহেনা অধ্যাপক ড,শফিক আহমেদ সিদ্দিককে বিয়ে করেন,তাদের এক ছেলে ও দুই মেয়ে আছে। শেখ রেহেনার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, আন্তর্জাতিক সংস্থায় কর্মরত।তিনি আওয়ামীলীগের গবেষণা শাখার সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি,মেয়ে টিউলিপ সিদ্দিক, ব্রিটিশ পার্লামেন্টের লেবার পার্টির এমপি,এবং কনিষ্ঠ মেয়ে আজমিনা সিদ্দিক, রুপন্তি লন্ডনভিত্তিক কন্ট্রোলরিস্কসে গ্লোবাল রিস্কস এনালাইসিস এডিটর হিসেবে কাজ করেন। শেখ রেহেনা ১৯৭৯সালে তার ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধুর খুনিদের বিচারের জন্য প্রথম বিশ্বব্যাপী আহ্বান জানানোর কৃতিত্ব দেখিয়ে ছিলেন। তিনি ১৯৭৯ সালে সুইডেনের স্টকহোমে আন্তর্জাতিক সম্মেলনে বঙ্গবন্ধু হত্যা, এবং ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা হত্যার বিচারের আহ্বান জানান। শেখ রেহেনা স্টকহোমে ১৯৭৯ সালের ১০মে,ইউরোপীয় দেশ গুলোর, প্রধান জাতিসংঘ,প্রধান এবং আন্তর্জাতিক এনজিওর,উচ্চ পদস্হ ব্যক্তিদের অংশগ্রহণে একটি সব ইউরোপীয় বাকশাল সম্মেলনে বক্তৃতার মাধ্যমে দেশের ইতিহাসের সব চেয়ে, অন্ধকার অধ্যায়ের দিকে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেন। সে সময় শেখ হাসিনা দিল্লিতে ছিলেন, এবং বঙ্গবন্ধুর হত্যা কান্ডের পর তৎকালীন সামরিক সরকারের অপর বৈশ্বিক চাপ সৃষ্টির জন্য তার কন্ঠস্বর উত্থাপিত হওয়ায় সেই ঘটনা ইতিহাসের পাতায় স্হান করে নিয়েছে।