বিশেষ প্রতিনিধিঃ
যশোরের সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের অসহায় পঙ্গু আলাল মল্লিককে হুইল চেয়ার প্রদান করলো একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন, চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠন। আজ (৩০ আগষ্ট) বুধবার বিকালে ‘চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের নিবেদিত প্রাণ সদস্যগণ স্ব-শরীরে উপস্থিত থেকে প্রতিবন্ধীকে এই হুইল চেয়ার প্রদান করেন।
জানা গেছে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের আলাল মল্লিকের একটি ঘায়ের মাধ্যমে তার পায়ে ক্ষত হয় এবং পরবর্তীতে তার এক পায়ে এটি বিশাল আকারে ধারণ করলে পা টি কেটে বাদ দেওয়া হয়। আলাল মল্লিক দিনমজুরের কাজ করে কোন রকমে সংসার চালাতো তার একটি হুইল চেয়ার কেনার সামর্থ না থাকায় তিনি ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠন এর কাছে মানবিক আবেদন করেন “জগহাটি যুব উন্নয়ন ক্রীড়া সংঘ” এর মাধ্যমে তার চলাফেরার সুবির্ধাতে একটি হুইল চেয়ারের জন্য আবেদন করেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিঙ্গাপুর প্রবাসী জনাব মোঃ বখতিয়ার হোসেনের দিক-নির্দেশনায় সংগঠনের সকল সদস্যের বিচার-বিবেচনায় সম্মতি হয়ে এই হুইল চেয়ার প্রদান করা হয়।
বুধবার বিকালে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মদ, সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম, মোঃ রাকিব, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ আসাদুল ইসলাম বাপ্পি, মোঃ আলি রেজা রাজু, মোঃ সুলতান মাহমুদ রনি, মোঃ কামরুল ইসলাম, মোঃ পলক হোসেন, মোঃ সিফাত রহমান, মোঃ সুমন হোসেন, মোঃ সোহেল রানা, মোঃ ইমরান হোসেন, দীপ্ত বিশ্বাস, মোঃ মুকুল হোসেন, মোঃ আশরাফুল, মোঃ তসলিম মিয়া, মোঃ মাজিদুল ইসলাম, মোঃ রোকনুজ্জ্বামান, মোঃ মমিনুর রহমান-সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। “বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই স্লোগানকে সামনে রেখে, সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে। চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।