দেশজুড়ে

মাগুরা ২ আসনের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীরমুক্তিযোদ্ধা এ্যাড আবু আইয়ুব বিশ্বাস

মোঃ শহিদুল ইসলাম বাবুঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ২ আসন থেকে আওয়ামী লীগ এর মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় আছেন মোহম্মদপুর উপজেলা আওয়ামী লীগ এর উপদেষ্টা ও মুজিব বাহিনীর আঞ্চলিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধাএ্যাড. আবু আইয়ুব বিশ্বাস ।

বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ এই নেতাকে ঘিরে এখন নানা আলোচনা। তিনি ১৯৭৩ সালের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সরকারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা আব্দুর রশিদ বিশ্বাসের সুযোগ্য পুত্র । তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে রসায়নে স্নাতক ও স্নাতকোওর ডিগ্রি লাভ করেন।পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এল এল বি ডিগ্রি লাভ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক মেধাবী ছাত্রনেতা ও স্বৈরাচার সরকার পতনের অগ্রগামী সৈনিক। ১৯৯১ তৎপরবর্তী মাগুরা জেলা আওয়ামীলীগের দুর্দিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবু আইয়ুব বিশ্বাস বলেন বলেন, যদি জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেন আমি মাগুরাকে দুর্নীতিমুক্ত ও আধুনিক মাগুরা উপহার দেব এবং বেকারদের কর্মসংস্থান গড়ে তুলবো।

এ্যাড.আবু আইয়ুব বিশ্বাস মুজিব বাহিনীর আঞ্চলিক কমান্ডার, মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা, সাবেক ছাত্রনেতা ও অধ্যাপক(কেমিস্ট্রি), সফল সভাপতি মাগুরা জেলা আইনজীবী সমিতি । আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ হইতে মনোনয়ন প্রত্যাশী।

মাগুরা-২ আসনটি মাগুরা জেলার শালিখা উপজেলা, মহম্মদপুর উপজেলা, এবং সদর উপজেলার অংশবিশেষ শত্রুজিৎপুর ইউনিয়ন, গোপালগ্রাম ইউনিয়ন, কুচিয়ামোড়া ইউনিয়ন, বেইরল পলিতা ইউনিয়ন নিয়ে গঠিত।

এই বিভাগের আরও খবর

Back to top button