মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহীঃ
অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রাজশাহী মহানগর জাসদের সহ-সভাপতি, ছাত্র সংগ্রাম পরিষদের সাবেক নেতা শাহরিয়ার রহমান সন্দেশকে দেখতে যান রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাঃ আসাদুজ্জামান আসাদ। সন্দেশকে দেখতে সোমবার দুপুরে আসাদ রাজশাহী ডায়াবেটিক সমিতি হাসপাতালে যান। আসাদ তার উন্নত চিকিৎসার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন ।
এসময় আওয়ামী লীগ নেতা আসাদের সাথে আরো উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা মিরাজুল আলম, কামরান ইয়ামিন, হাবিবুর রহমান বাবু, আব্দুর রাকিব, সাবেক ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান, রাজশাহী জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু প্রমুখ।
উল্লেখ্য, গত রবিবার বিকেলে শাহরিয়ার রহমান সন্দেশের পিত্তথলির পাথর অপসারণে অস্ত্রপাচার সম্পন্ন হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ সুলতানুল আবেদিন তিতাসের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।