মোঃ শাহজাহান খন্দকার কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু।গতকাল মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নে পাঁচপীর এলাকায় পাথারী বাড়ীতে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।নিহত শিশুরা সম্পর্কে মামা ভাগনী,ওই এলাকার মাঈদুল ইসলামের আড়াই বছরের ছেলে সাব্বির রহমান ও পার্শ্ববর্তী ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর এলাকার ফজলুল হকের মেয়ে ইভা মনি (৩)।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ৮ দিন আগে নানা বাড়ীতে বেড়াতে আসে ইভা মনি। মঙ্গলবার দুপুরে শিশু দুইটি সবার অজান্তে ডোবার পানিতে পড়ে যায়। দুপুর থেকে মামা-ভাগ্নীকে বাড়ীতে না পেয়ে আত্মীয় স্বজনরা খোঁজাখুঁজি শরু করেন। পরে বাড়ীর পাশে ডোবার পানিতে তাদের ভাসতে দেখে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করে শিশু দুইটির লাশ পরিবারকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।