সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা প্রতিনিধিঃ
নরসিংদী’র রায়পুরা উপজেলা হানাদার মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর কবল থেকে দেশকে মুক্ত করে বাংলার দামাল ছেলের। এদিনে রায়পুরা দামাল ছেলেরা ছাত্র‚যুবক,শিক্ষক, কৃষক, আইনজীবী শত্রুমুক্ত করার জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে।১৯৭১ সালে ১০ ডিসেম্বর এই দিনে রায়পুরা থানা শত্রুমুক্ত হয়েছিল। মঙ্গলবার ১০ ডিসেম্বর সকালে উপজেলা মুক্তিযোদ্ধারে উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে উপজেলা মিলনায়তনে উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।মুক্তিযোদ্ধা সন্তান জাকির হোসেন ভূঁইয়ারে সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:মাসুদ রানা,সহকারী কমিশনার (ভূমি)শফিকুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হয়রত আলী ভূইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পুুলিশ পরিদর্শক(
তদন্ত)প্রবীর কুমার ঘোষ,পৌরসভা বিএনপির সভাপতি ইন্দ্রিছ আলী ভূইয়া, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধাগণ। আলোচনা সভায় বাক্তারা ১৯৭১ সালের যুদ্ধকালীন বিভিন্ন সময়ের কর্মকাণ্ডের স্মৃতিচারণা করে বলেন, ১০ ডিসেম্বর রায়পুরার ইতিহাসের সবচেয়ে গৌরবের দিন।আমাদের বীর মুক্তিযোদ্ধারা এই দিন রায়পুরাকে শক্রমুক্ত করেন।জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।