মোঃ নাজমুল হাসান বিশেষ প্রতিনিধি
আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে বগুড়ায় ভূমিকম্প ও অগ্নিকান্ডে করনীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) দুপুরে জিলা স্কুল মাঠে বগুড়া জেলা প্রশাসন এ মহড়ার আয়োজন করে। জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রট মো. লুৎফুল হামিদ সিবাত, ফায়ার সার্ভিস বগুড়ার সিনিয়র স্টেশন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামানসহ বগুড়া বিএনসিসি, স্কাউট, রোভার স্কাউট, শিক্ষক ও অন্যান্য সরকারি কর্তকর্তা।ফায়ার সার্ভিস বগুড়ার সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন ঘটনায় পূর্বে ও পরে জরুরী ভিত্তিতে করণীয় সম্পর্কে শিক্ষার্থীদের পাশাপাশি সর্বস্তরের জনগণের মাঝে সচেতনতা বাড়াতে হবে। অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় সম্পর্কে মহড়া করে দেখান।