পটুয়াখালী

বন্যার্তদের সাহায্যার্থে পবিপ্রবির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে চেক হস্তান্তর করা হয়েছে।

মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
দেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় বন্যাপিড়ীত মানুষকে সহযোগিতার জন্য পটুয়াখালী ভার্সিটি (পবিপ্রবি) কর্মরত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ০১ (এক) দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ ১০,৭৭,০২৮.৩৯ (দশ লক্ষ সাতাত্তর হাজার আটাশ টাকা উনচল্লিশ পয়সা মাত্র) প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়। বুধবার (০২ অক্টোবর) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদের হাতে উক্ত অর্থের চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেন পটুয়াখালী ভার্সিটির (পবিপ্রবি) নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন অধিশাখা) মোঃ নজরুল ইসলাম, ভার্সিটির রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

Back to top button