গাইবান্ধা

পলাশবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে গণত্রাণ কর্মসূচি

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
ভারত থেকে নেমে আসা পানিতে দেশের দক্ষিনাঞ্চলের বেশ কয়েকটি জেলার লাখ লাখ মানুষ পানি বন্দি হয়ে পড়েছে।আকষ্মিক এই বন্যায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।বন্যার্তদের পাশে দাঁড়াতে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। এরই ধারাবাহিকতায় ২৬ আগস্ট সোমবার পলাশবাড়ী উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সহ সমন্বয়কদের উদ্যোগে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ২৬ আগস্ট গণত্রাণে জমা হয়েছে ৩৫ হাজার ৫’শ ৮৫ টাকা। সমন্বয়করা জানান, তাদের গণত্রাণ কর্মসূচি ২৭ আগস্ট মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত চলমান থাকবে। তারা আরো জানান, যে যার যার মত সামর্থ্য অনুযায়ী আমাদের সহযোগিতা করবেন।

এই বিভাগের আরও খবর

Back to top button