বগুড়া

পুলিশের নিরাপত্তায় থানায় আনসার মোতায়েন

মোঃ নাজমুল হাসান নাজিরঃ
বগুড়ার ধুনট থানায় পুলিশের নিরাপত্তার দায়িত্বে সাধারণ জনতার পাশাপাশি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে। দেশের চলমান অস্থিরতায় থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশ সদস্যদের হত্যার ঘটনায় পুলিশ বাহিনী চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। এ কারণে থানায় আনসার সদস্য মোতায়েন করা হয়।বুধবার (৭ আগস্ট) সকালে ধুনট থানা ভবনের সামনে গিয়ে দেখা যায়, থানার প্রধান গেটে আটজন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য লাঠি হাতে দায়িত্ব পালন করছেন।এর আগে মঙ্গলবার রাত ১০টা থেকে তাদের দায়িত্ব পালনে নিয়োজিত করা হয়। বর্তমানে থানায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটতে থাকে। ফলে চরম নিরাপত্তাহীনতায় পড়ে থানায় কর্মরত পুলিশ বাহিনী।এ কারণে ওই দিন থেকেই থানার প্রধান গেটে তালা ঝুলিয়ে ভেতরে অবস্থান করে থানার পুলিশ সদস্য ও তাদের পরিবার-পরিজন। তারা চরম আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্য দিয়ে দিনাতিপাত করতে থাকে। তাদের নিরাপত্তা দিতে মঙ্গলবার থেকে থানার গেটে স্থানীয় জনগণ অবস্থান নেয়। এ ছাড়া জনগণের পাশাপাশি রাত ১০টা থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে থানায় ৩০ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তারা ২৪ ঘণ্টা পালাক্রমে দায়িত্ব পালন করবেন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করবেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসান বলেন, ‘আমাদের সহযোগিতার জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা লাঠি হাতে থানায় দায়িত্ব পালন করছেন। কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।থানা এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং আমরা নিরাপদে আছি।

এই বিভাগের আরও খবর

Back to top button