মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহীঃ
গতকাল ২৯-০৫-২০২৪ ইং তারিখ বুধবার রাজশাহী জেলার মোহনপুর উপজেলা পরিষদ তৃতীয় ধাপের নির্বাচনে সাধারণ জনগনের মনোনীত আনারস প্রতীকের প্রার্থী ঘাসিগ্রাম ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মোঃআফজাল হোসেন বকুল মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। ও তাকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করা হয়ছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আল-মোমিন শাহ্ গাবরু কাপ পিরিচ প্রতিক পরাজিত হয়েছেন। এই নির্বাচনে মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছেন তবে পুরুষ ভোটারের চাইতে মহিলা ভোটার উপস্থিতি বেশি ছিলো।কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে সরজমিনে কথা হয় কয়েক জন মহিলা ভোটারদের সঙ্গে তারা তাদের নাম প্রকাশ করতে চাইনি। তারা বলেন কাপ পিরিচের কিছু কর্মীদের আচরণ এতই খারাপ যে রাগে আমরা আনারস প্রতীকে ভোট দিয়েছি। কারন জানতে চাইলে তারা বলেন ভোট দেওয়া সকলের নাগরিক অধিকার। ভোট মানেই আনন্দ উৎসব মুখর পরিবেশে ভোট দেবে সবাই। কিন্তু তারা এই উপজেলা ভোটেও হুমকি প্রদান করছে। কেন তারা হুমকি দিবে। আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো। এতে কেনো বাধা আসবে কেনো বিপত্তি থাকবে । মানুষ তো এমনিতেই ভোট দেওয়া ভুলে গেছে ভোটকেন্দ্রে আসতেই চায়না এসবের কারণে তাহলে কি তারা চায় যে সাধারণ মানুষ ভোট দিতে ভোট কেন্দ্রে না আসুক তাদের কি এটাই মূল লক্ষ্য। আমরা কার কাছে চাইবে এর জবাব বলতে পারেন।যেহেতু এটা গণতন্ত্রের দেশ তাই আমরা চাই ভোটকেন্দ্রে ভোটার বৃদ্ধি পাক। ভোট দিতে উৎসব মুখর পরিবেশে আসুক মানুষ। ভোট কেন্দ্রো যেন হয় ভাতৃত্ববন্ধনের। একে অপরের সাথে আমরা কুশল বিনিময় করব তবেই ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পাবে। এটাই হোক আমাদের মূল লক্ষ্য। আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব। এই স্লোগানেই যেন আমরা এগিয়ে যেতে পারি আগামীর পথে।