গাইবান্ধানির্বাচন

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপ নির্বাচনের দায়িত্ব পালন সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত

মোঃ মিঠু মিয়া গাাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
আগামী ২১মে /২০২৪ খ্রিঃ তারিখ অনুষ্ঠিতব্য গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর,পলাশবাড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ (২য় ধাপ) উপলক্ষে নির্বাচনকালীন দায়িত্ব পালন ও আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ সংক্রান্তে গাইবান্ধা পুলিশ লাইন্স মাঠে এবং গোবিন্দগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

ব্রিফিং প্যারেডে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে নির্বাচন সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন পুলিশ সুপার জনাব মোঃ কামাল হোসেন,পিপিএম।

পুলিশ সুপার মহোদয় নির্বাচনে ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনী ডিউটিতে নিয়োজিত উপস্থিত সকলকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এছাড়াও পুলিশ সুপার মহোদয় নির্বাচন কমিশন কর্তৃক অর্পিত দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা সহ অপারেশনাল গিয়ার সামগ্রী ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পলাশবাড়ী এসএম পাইলট উচ্চ বিদ্যালয়, পলাশবাড়ী মাঠ প্রাঙ্গণে ব্রিফিং প্যারেডে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে নির্বাচন সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন জনাব মোঃ ইবনে মিজান, (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত।

এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মোঃ আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), জনাব ধ্রুব জ্যোতির্ময় গোপ বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল),জনাব উদয় কুমার সাহা,সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), অফিসার ইনচার্জ সদর থানা, অফিসার ইনচার্জ গোবিন্দগঞ্জ থানা ও অফিসার ইনচার্জ পলাশবাড়ী থানা, গাইবান্ধাসহ জেলা পুলিশ ও পুলিশের বিভিন্ন ইউনিটে হতে আগত বিভিন্ন পদমর্যাদা পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

Back to top button