রায়পুরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে রায়পুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (২৬ মার্চ) সকালে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ আদর্শ শিশু নিকেতন প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মুক্তিযুদ্ধের বিজয়স্তম্ভে পুস্পার্ঘ্য অর্পন করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন , মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা ও উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
দুপুরে উপজেলা প্রশাসন মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ। উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট মারুফ বিন জাকারিয়ার সঞ্চালনায় এসময় বক্তব্য প্রদান করেন, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হাজী ইসমাইল খোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন পাঠান, সহকারী কমিশনার (ভুমি) মুনিরা খাতুন প্রমুখ।