মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
জমকালো আয়োজনে শতাধিক সংবাদকর্মীর উপস্থিতিতে দৈনিক লিখনী সংবাদ পত্রিকার বার্ষিক বনভোজন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ই মার্চ) দিনব্যাপী বাগেরহাট জেলার ঐতিহ্যবাহী চন্দ্র মহল ইকো পার্ক,,খানজাহান আলীর মাজার,সহ বিভিন্ন স্থানে ঘুরে বার্ষিক বনভোজন ও সাংবাদিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সংবাদকর্মীদের দলবেঁধে ঘুরাঘুরি, বিভিন্ন প্রকার খেলাধুলা আর সাংস্কৃতিক অনুষ্ঠানে দিনটি হয়ে ওঠে বর্ণিল ও আনন্দ মুখরিত
এ উপলক্ষে চন্দ্র মহল ইকো পার্ক পিকনিক স্পটে বনভোজন উদযাপন কমিটি ২০২৪ এর সভাপতি দৈনিক লিখনী সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ রানা আহম্মেদ এর সভাপতিত্বে সহ বার্তা সম্পাদক মোঃ আবুল বাসার জীবন এর সঞ্চালনায়
সাংবাদিক মহিউল ইসলামের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব খন্দকার আছিফুর রহমান।
এ সময় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক লিখনী সংবাদ পত্রিকার সহ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, ঢাকা গাজীপুর প্রতিনিধি আবু সালেহ- সেহতাব,ঝিনাইদহ মহেশপুর প্রতিনিধি আব্দুল হামিদ, শামীম আহম্মেদ, চৌগাছা প্রতিনিধি মোঃ সিয়াম উদ্দীন, অভয়নগর উপজেলা প্রতিনিধি মোঃ ইমদাদুল ইসলাম, ষ্টাফ রিপোর্টার নজরুল ইসলাম, মোশাররফ হোসেন, কেশবপুর প্রতিনিধি মোঃ মাহবুবুর রহমান, বাগেরহাট প্রতিনিধি মোঃ নুরুল হুদা,বাঘারপাড়া প্রতিনিধি মহিউল ইসলাম, মোঃ সবুজ, প্রমুখ। এছাড়াও শতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের ২য় অধিবেশনে দুপুরের খাবার পরিবেশন শেষে বনভোজনে অংশগ্রহণ করা সাংবাদিকদের মধ্যে খেলাধুলা,কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের সাংবাদিকদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।