সরিষাবাড়ীতে ট্রেনে আগুদেয়ার প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগ ও মুক্তিযোদ্ধা সন্তানদের বিক্ষোভ মিছিল
আল আমিন হাসান জামালপুরঃ
জামালপুর সরিষাবাড়ীতে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগে জড়িত বিএনপি-জামায়াত সন্ত্রাসীদের বিচার চান মুক্তিযোদ্ধার সন্তান ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা। এ দাবিতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের নির্দেশে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
সোমবার (২০ নভেম্বর) বিকেলে সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি পৌরসভার প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। পরে সরিষাবাড়ী রেলস্টেশনের প্লাটফর্মে মানববন্ধন অনুষ্ঠিত হয়।এসময় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ প্রমুখ। বক্তারা আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও নির্বাচন বানচালের অপচেষ্টায় জড়িতদের বিচার দাবি করেন।
এছাড়া বিএনপি-জামায়াত সন্ত্রাসীদের প্রতিহত করতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালকে আওয়ামী লীগের মনোনয়নের দাবি জানান। উল্লেখ্য, শনিবার দিবাগত রাত ১.১০টায় সরিষাবাড়ী স্টেশনে ঢাকা থেকে তারাকান্দিগামী আন্তঃনগর যমুনা ট্রেনে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। এতে অন্তত এককোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় জিআরপি থানায় মামলা দায়েরের পর ইতোমধ্যেই পুলিশ বিএনপির নেতাসহ ১১ জনকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে।