চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার অবৈধ ইট ভাটা গুলোর ক্ষমতার উৎস কি

কামরুল ইসলাম চট্টগ্রামঃ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অনুমোদনপ্রাপ্ত ইটভাটা রয়েছে ৭০টি। এর মধ্যে অবৈধ ৫০টি ইটভাটা পরিবেশ ধ্বংস করে চলেছে অথচ পরিবেশ অধিদপ্তর নিরব। এসব ইটভাটার অধিকাংশ গড়ে উঠেছে পাহাড়, ফসলি জমি, লোকালয় কিংবা জনবসতিপূর্ণ এলাকায়। এমনকি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ঘেঁষেও অনেক ইটভাটা রয়েছে। গত ১৩ নভেম্বর উচ্চ আদালতের দেয়া এক নির্দেশনায় দেশের সব জেলার অবৈধ ইটভাটা ৭ দিনের মধ্যে বন্ধ করার কথা বলা হয়েছে। কিন্তু আদালতের নির্দেশনা থাকলেও এই নির্দেশ তেমন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় ৭০টি মতো ইটভাটা আছে । এর মধ্যে ফিক্স চিমনি রয়েছে যেই গুলো (–১২০ ফুট উঁচু) ইটভাটা আছে ৭০টি, জিগজ্যাগ চিমনি আছে ৫০টি এবং পরিবেশ ফ্রেন্ডলি টেকনোলজির ইটভাটা আছে মাত্র ৫টি। ইটভাটা পরিচালনার জন্য ছাড়পত্র আছে ২০টির। সংস্থাটির হিসেবে আরও ৫০টি ইটভাটা পরিচালিত হচ্ছে অনুমোদনহীনভাবে। সাতকানিয়ায় ৭০টির মধ্যে ৪৫টি ইটভাটা অবৈধ বলে জানিয়েছেন সংস্থাটি। সূত্র আরো জানায়, চট্টগ্রামের সবচেয়ে বেশি ইটভাটা রয়েছে সাতকানিয়া। অধিকাংশ অবৈধ ইট ভাটা গড়ে উঠেছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইট ভাটা গুলোতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে বনের কাঠ।

এই বিভাগের আরও খবর

Back to top button