প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হৃদয়ের ভালবাসা দিয়ে আবারও বিজয়ী করতে হবে বললেন নেজামুদ্দিন নদভী এমপি
কামরুল ইসলাম চট্টগ্রামঃ
বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে দেশ জঙ্গী রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৫ লোহাগাড়া-সাতকানিয়ার সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
৮ নভেম্বর বিকেলে লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংসদ ড.নদভী আরও বলেন, দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী । বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটসহ বিভিন্ন ধরণের উন্নয়ন কাজগুলোর কাজ করা হয়েছে। শত শত রাস্তাঘাট, কালভার্ট, স্কুল, কলেজ ও মাদ্রাসা ভবন দিয়েছে প্রধানমন্ত্রী। বন্যায় ক্ষতিগ্রস্ত লোহাগাড়ার মাটি ঘরগুলো নির্মাণ করে দেওয়া হবে। দোহাজারি রেললাইন দিয়েছে প্রধানমন্ত্রী। মহেশখালী বন্দর,বড় বড় বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করা হয়েছে। এগুলো মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। মুসলীম বিশ্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। বিএনপি-জামায়াত আন্দোলন করছে, বর্তমান সরকারকে কেউ হটাতে পারবেনা। বিএনপি-জামায়াত মানবতার কোন কাজ করেনি, আওয়ামী লীগ সরকার মানবতার কাজ করেছেন।১০ বছর এলাকার উন্নয়নে কাজ করেছি, কোন ভয় না পেয়ে কেন্দ্রে কেন্দ্রে এসে নৌকায় ভোট দিয়ে বর্তমান সরকারকে বিজয়ী করতে হবে। হৃদয়ের ভালবাসা দিয়ে নৌকায় ভোট দিতে সকল নেতাকর্মীসহ জনসাধারণ কে অনুরোধ জানান।
লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রিজিয়া রেজা চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রিজিয়া রেজা চৌধুরী বলেন,দেশের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী দুর্দশিতার প্রমাণ দিয়েছে। উন্নত দেশ গড়ার জন্য তিনি কাজ করে যাচ্ছেন।হৃদয়ের ভালবাসা দিয়ে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। ধোকা খেয়ে বোকা হবেননা। মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন ধরণের ভাতা দিচ্ছেন।তাই নৌকাকে পুণরায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
সভাপতির বক্তব্যে লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল বলেন,শেখ হাসিনা ক্ষমতা আমার পর লোহাগাড়ার দুঃস্থ ও অসহায় পরিবারের সদস্যদেরকে বিধবা ভাতা,বয়স্ক ভাতা,ভিজিএফ কার্ড, মাতৃত্বকালীন ভাতা,পঙ্গু ভাতা।