দেশজুড়েবরিশাল

শীর্ষ মাদক সম্রাট ব্যবসায়ী ল্যাংড়া সোহেল এর ২০ কেজি গাঁজা গৌরনদী থেকে উদ্ধার

শফিক শাহিন বরিশালঃ
বরিশাল বিভাগের শীর্ষ মাদক সম্রাট মাদক ব্যবসায়ী বানারীপাড়ার সোহেল ওরফে (ল্যাংড়া) সোহেল এর ২০ কেজি গাঁজা গৌরনদীতে উদ্ধার।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের গোয়েন্দা শাখার সহকারি পরিচালক মোঃ এনায়েত হোসেনের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ভুরঘাটা নামক স্থান থেকে প্রাইভেট কারটিকে সিগনাল দিলে প্রাইভেট কারটি না থামিয়ে বেপরোয়া গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে গাড়িটির পিছু নিয়ে ধাওয়া করলে এক পর্যায়ে গাড়িটি গৌরনদী উপজেলার টরকীর নবীনগর এলাকার রায় বাড়ির কাছে গাড়ি থামিয়ে একটি পরিত্যক্ত বাথরুমের মধ্যে প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায় শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল ওরফে ল্যাংড়া সোহেল সহ সঙ্গীয়রা পরে স্থানীয় লোকজন সাথে নিয়ে গোয়েন্দারা ওই পরিত্যক্ত বাথরুমের মধ্যে প্লাস্টিকের বস্তা ভর্তি ২০ কেজি গাঁজা উদ্ধার করেন।

এ ঘটনায় গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের গোয়েন্দা শাখার সহকারি পরিচালক মোঃ এনায়েত হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

প্রসঙ্গত ল্যাংড়া সোহেল বানারীপাড়া সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ কাসেম মোল্লার ছেলে সোহেলের নামে ধর্ষণ, অস্ত্র ও মাদক মামলা সহ ১৫-২০ টি মামলা চলমান রয়েছে। গত ২২ জুলাই ২০২৩ ইং তারিখে বরিশাল র‍্যাব ৮ এর একটি চৌকস টিম বানারীপাড়া থানার ইতিহাসে সব চেয়ে বড় মাদকের চালান ২৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১৯৩ বোতল ফেনসিডিল সোহেলের বাসায় অভিযান চালিয়ে আটক করে এ সময় সোহেল র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এই বিভাগের আরও খবর

Back to top button