মোঃ মিন্টু শেখঃ
যশোরের চৌগাছায় ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠন, একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন। ২০২১ সালে ৩ জানুয়ারি প্রতিষ্ঠিত ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই মানব কল্যাণে কাজ করে আসছে। জরুরী রক্তদান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, পঙ্গু, প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদান, হতদরিদ্রদের সেলাই মেশিন প্রদান, শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ, এতিমখানা মাদ্রাসায় পবিত্র কোরআন শরীফ, অর্থ, কম্বল ও খাবারের ব্যবস্থা করা, রমযান মাসে ইফতারি বিতরণ, করোনার সময়ে মাস্ক বিতরণ সহ এমন বিভিন্ন মানব সেবামূলক কর্মকান্ড নিয়ে এগিয়ে চলেছে সংগঠনটি। ইতোমধ্যে সংগঠনটি অসহায় মানুষের আস্থার ঠিকানা হিসাবে পরিচিতি লাভ করেছে।
জানা গেছে শুধু গত ২০২২ সালে সংগঠনটি বিভিন্ন প্রোগ্রামে অর্থ ব্যয় করেছে ৩,৯০৫৪০ (‘তিন লক্ষ নব্বই হাজার পাঁচশত চল্লিশ, টাকা) এর বেশিরভাগ অর্থ প্রদান করেছে চৌগাছা পরিবারের প্রবাসী সদস্যরা। “বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই স্লোগানকে সামনে রেখে, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সুদূর সিঙ্গাপুর প্রবাসী জনাব মোঃ বখতিয়ার হোসেন বলেন, আগামীতে মাদকমুক্ত সমাজ, বাল্যবিবাহ প্রতিরোধ ও দেশের জন্য আরো ভালো কিছু করার প্রত্যাশায় নতুন উদ্দীপনায় এগিয়ে নিতে চাই সংগঠনকে। তাই এবিষয়ে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।