মোঃ মনিরুল ইসলাম নাচোল চাঁপাইনবাবগঞ্জঃ
তে-ভাগা আন্দোলন এর মহিষি নারী রাণী ইলামিত্র স্মৃতি বিজড়িত জায়গা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ইলামিত্র সম্মাননা প্রদান ও বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার নেজামপুর বাজার ইলামিত্র স্মৃতি সাংস্কৃতিক যুব একাডেমীর আয়োজনে আজ বুধবার বিকেলে ইলামিত্র মট ও সংগ্রহশালা পাঙ্গনে সাংস্কৃতিক একাডেমীর সভাপতি শফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমী ও কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, নাচোল উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আলমগীর, জেলা শিল্পকলা একাডেমীর নির্বাহী সদস্য গোলাম ফারুক (মিথুন), লেখক আলাউদ্দিন আহম্মেদ(বটু)।
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক ও গবেষক ড. এমদাদুল হক মামুন, মোঃ মোস্তাক হোসেন, লেখক অনিফ রুবেল, কবি ইহান আরভিন, শিক্ষক ও উপস্থাপক আসরাফুল ইসলাম, সমাজ সেবক মনিরুল ইসলাম, আতাউর রহমান, স্মৃতি সাংস্কৃতিক যুব একাডেমীর সাধারণ সম্পাদক হ্রদয় চন্দ্র বর্মন সহ
সকল সদস্য বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্মাননা প্রদান শেষে মাদক, ইফটিজিং ও বাল্যাবিবাহের উপর নাটক ও মনজ্ঞো সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।