কামরুল ইসলামঃ
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাষ্টার হাট মতি উল্লাহ মহাজন পাড়ার চিহ্নিত ভূমিদূর্ষ, সন্ত্রাসী কালোবাজারি আব্দুল মোতালেবের যন্ত্রণায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রতিবেশিদের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে বলে ও অভিযোগ করেছে স্থানীয় জনসাধারণ। শুধু তাই নয় এলাকাবাসী ও স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও গ্রাম পুলিশের সহযোগিতা নিয়ে চলাচলের রাস্তা অবমুক্ত করলে ভুমিদূর্ষ আবদুল মোতালেব স্থানীয় সম্মানিত ব্যক্তিদের নামে আদালত কতৃক মিথ্যা মামলা করেন। এই বিষয়ে ডিবি পুলিশ চট্টগ্রাম থেকে তদন্তে আসেন তদন্তের তথ্য মোতাবেক ডিবি পুলিশ জানতে পারেন উক্ত ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তি হিন। শুধু তাই নয় লোহাগাড়া থানার অফিসার এস আই আলমগীর কতৃক এই ঘটনা তদন্ত করে দেখা যায় এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তি হিন শুধু মাত্র এই অভিযোগ করার কারণ হচ্ছে কিছু অসহায় মানুষেন জাইগা দখল করতে এই মিথ্যা মামলা করেছে মোতালেব। বিভিন্ন সময় মোতালেব এই ধরনের অভিযোগ করে স্থানীয় জনসাধারণ কে হয়রানি করা হয়। এই আবদুল মোতালেব ও তার সন্ত্রাসী পুত্র মন্নান প্রকৃত পক্ষে একজন ইয়াবা কারবারি তারা কক্সবাজার ও টেকনাফ থেকে বিশেষ কৌশলের মধ্যে দিয়ে ইয়াবা টেকনাফ ও কক্সবাজার থেকে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে।
বর্তমানে তারা লাখ লাখ টাকা আই করছে। তাদের এই বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। অন্যদিকে সাংবাদিক কামরুল ইসলাম মোতালেব এই ইয়াবা ব্যবসার বান্দা দিলে ইয়াবা কারবারি মোতালেব ও তার ছেলে মন্নান কতৃক হামলার শিকার হয় ২৫-৮-২০২৩ রাত আনুমানিক রাত ১১.৩০ মিনিটের সময় বাড়ি আসার সময় বাড়াটি সন্ত্রাসী নিয়ে সাংবাদিক কামরুল ইসলামের উপর হামলা করে। এই বিষয়ে স্থানীয় লোহাগাড়া থানায় ২৬-৮-২০২৩ ইংরেজি তারিখে একটি সাধারণ ডাইরি করেন যার নাম্বার ১২৭০ এই সাধারণ ডাইরি তোলে নিতে প্রতি নিয়ত হুমকি দিয়ে যাচ্ছে মোতালেব ও মন্নান তাই সাংবাদিক কামরুল প্রশাসনের নিকট জীবনের নিরাপত্তা কামনা করেছেন।