ইমরান হক স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুর শহরের বাবুরহাট প্রাইভেট কার ও মাইক্রো স্ট্যান্ড থেকে ঢাকা ও এয়ারপোর্ট গামী যাত্রীদের সাথে প্রাইভেট কার ও মাইক্রো ড্রাইভাররা বিভিন্ন ভাবে প্রতারণা করে অধিক ভাড়া আদায় করার মারাত্মক ও ভয়াবহ অভিযোগ উঠেছে। এখানে যেসব প্রাইভেট কার ও মাইক্রো রয়েছে এদের কারোরই দায়ভার নেওয়ার মতো বাবুরহাট মাইক্রো স্ট্যান্ডে কেউ নেই।বেশিরভাগ প্রাইভেট কার ও মাইক্রো গাড়ির ড্রাইভাররা অস্থায়ী ও অচেনা। এরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এ অঞ্চলে ভাড়া নিয়ে এসে যাওয়ার পথে বাবুরহাট এর কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় এই সুযোগটা নেন। এদের প্রতারণার ধরন হলো দ্রুতযাত্রী পাওয়ার কৌশল হিসেবে স্থানীয় লাইনম্যান কে ম্যানেজ করে একরকম ভাড়ার টাকার কথা বলে অধিক টাকা আদায় করেন এবং যাত্রীদের অবস্থা বুঝে বিভিন্ন অজুহাতে রাস্তায় ঝামেলা আছে এমন অগ্রিম উদ্ভট তথ্য দেন এবং আরও বলেন সঠিক সময়ে আপনাকে ফ্লাইট ধরাতে পারবো না। পাসপোর্ট ভিসাধারী যাত্রীগণ এমন কথা শুনে আতঙ্কিত হয়ে পড়েন ফলে সুযোগ বুঝে অভিনব কায়দায় যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ অর্থের প্রতিশ্রুতি আদায় করে অধিক অর্থ হাতিয়ে নেন বলে অভিযোগ যাত্রীদের। বেশ কিছুদিন থেকেই এমন অভিযোগের গুরুতর গুঞ্জন শোনা যাচ্ছিল। উল্লেখিত নাম্বারটি ওই গুঞ্জনের সত্যতার প্রমাণ করে দিয়েছেন। বাবুর হাট মাইক্রো স্টান্ডের কর্তা ব্যক্তিদের নিকট এর প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী সৌদিগামী এক যাত্রী।