বগুড়া

বগুড়ার ধুনটে আইন না মানায় চালের আড়ৎদারকে জরিমানা।

নাজমুল হাসান বিশেষ প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে আইন অমান্য করায় চালের আড়ৎদারের এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে ধুনট বাজারে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল।এবিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ধুনট ইউএনও খ্রিষ্টফার হিমেল রিছিল জানান, ধুনট পৌরসভাস্থ ধুনট বাজারে বুধবার বিকালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন মোতাবেক চালের এক আড়ৎদারকে ৫ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

Back to top button