শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরায় দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজনে ০৯ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৪ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে শান্তির প্রতীক বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটি’র শুভ উদ্বোধন করা হয় এবং কোর্ট চত্তর প্রাঙ্গনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে মানববন্ধন করা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমদের সভাপতিত্বে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সম্মানিত সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম সহ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এ সময় আরও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ,সুধীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।