বগুড়া

বগুড়ায় জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

নাজমুল হাসান বিশেষ প্রতিনিধিঃ
বগুড়া জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ই নভেম্বর) বিকেল বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে বগুড়া শহর রাইজিং অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক কমটির কেন্দ্রীয় সদস্য সাইফ মুস্তাফিজ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক কমটির কেন্দ্রীয় সদস্য মুনিরা সুলতানা, তাহসিন রিয়াজ ও সাকিব মাহদী। জাতীয় নাগরিক কমটি বগুড়া জেলা সংগঠক আব্দুল্লাহিত তাকি’র সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শহীদ রাতুলের পিতা জিয়াউর রহমান, জাতীয় নাগরিক কমটি বগুড়া জেলা সংগঠক খন্দকার মিদুল হোসাইন, রবিউল ইসলাম, শাহাদাত হোসাইন, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়ক মাহমুদুল হাসান, এ এম জেড শাহরিয়ার জুহিন ও সাকিব খান। অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত মুহিত। বক্তারা বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও ফ্যাসিবাদের বিলোপ এখনো হয়নি। ফ্যাসিবাদের সম্পুর্ণ বিলোপ ঘটিয়ে স্বপ্নের বাংলাদেশ ন্যায়ের বাংলাদেশ গড়তে নাগরিক কমিটি কাজ করে যাচ্ছে দেশজুড়ে। আমরা চাই ইনক্লুসিভ রাজনীতি। আমরা চাই ইনসাফ প্রতিষ্ঠিত হোক সর্বস্তরে।

এই বিভাগের আরও খবর

Back to top button