সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টন-বায়তুল মোকাররম এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী লগি বৈঠার তান্ডব চালিয়ে জামায়াত ও শিবিরের ৬ নেতাকর্মীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং ওই ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল শেষে খান বাহাদুর আহছানউল্লা (রা.) এর দক্ষিণ প্রান্তে উপজেলা সদরের ফুলতলা মোড় এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দীকির সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সাতক্ষীরা জেলা নায়েবে আমীর মাওলানা মুজাহিদুল আলম, উপজেলা জামায়াতের সেক্রেটারী সহকারী অধ্যাপক আব্দুর রউফ, নায়েবে আমীর মাওলানা লিয়াকত আলী, সহকারী সেক্রেটারী মোশাররফ হোসাইন চৌধুরী, আবু ইসলাম, আনোয়ারুল ইসলাম, বায়তুল মাল সেক্রেটারী আবু রাসেল আসকারী, তা’লিমুল কুরআন বিভাগীয় সভাপতি মাওলানা নুরুজ্জামান হাবীবী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাস্টার সালাউদ্দীন, জামায়াতের উপজেলা কর্মপরিষদ সদস্য ড. মিজানুর রহমান, মাষ্টার ইউসুফ আলী, জামায়াতের চাম্পাফুল ইউনিয়ন আমীর মাওলানা নুরুল ইসলাম, নলতা ইউনিয়ন আমীর মাস্টার আকবার হুসাইন, রতনপুর ইউনিয়ন আমীর মাওলানা আজিজুর রহমান, কৃষ্ণনগর ইউনিয়ন আমীর মোঃ ইব্রাহিম বাহারি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালিগঞ্জ পূর্ব আদর্শ শাখার সাবেক সভাপতি মোঃ জামাল ফারুক, পশ্চিম আদর্শ শাখার সাবেক সভাপতি মোঃ আজগার আলী, কালিগঞ্জ পূর্ব আদর্শ শাখার সভাপতি আজহারুল ইসলাম, পশ্চিম আদর্শ শাখার সভাপতি রবিউল ইসলাম, কালিগঞ্জ উত্তর সাথী শাখার সেক্রেটারী মোঃ মারুফ বিল্লাহ, শহীদ মোস্তফা আরিফুজ্জামানের পিতা শেখ আফতাব উদ্দীন, শহীদ আলী মোস্তফার ভাই মোঃ শাহ্ সিদ্দীক, শহীদ রুহুল আমিনের পিতা নূর ইসলাম গাজী প্রমুখ।

এই বিভাগের আরও খবর

Back to top button