চট্টগ্রাম

শেষ রক্ষা পেথে আওয়ামী লীগ নেতার পুকুরে ঝাঁপ

কামরুল ইসলাম চট্টগ্রামঃ
গ্রেপ্তার এড়াতে পুকুরে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি আব্দুল আজিজের (৪৮)। এই ব্যক্তি চট্টগ্রামের লোহাগাড়া সদর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি। শুক্রবার রাতে সদর ইউনিয়নের খান মোহাম্মদ সিকদারপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে এর আগে তিনি পুকুরে ঝাঁপ দেন। সেখান থেকে আজিজকে ধরে ফেলেন পুলিশ সদস্যরা। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আব্দুল আজিজ ওরফে শেভা আজিজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার তাঁকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আবদুল আজিজ লোহাগাড়া সদর ইউনিয়নের মজিদার পাড়ার বাসিন্দা। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তারে ওই ইউনিয়নের খান মোহাম্মদ সিকদারপাড়ায় যায় পুলিশের একটি দল। বিষয়টি টের পেয়ে আজিজ পাশের একটি পুকুরে ঝাঁপিয়ে পড়েন। পরে সেখান থেকে তুলে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান।

এই বিভাগের আরও খবর

Back to top button