শিফা বিশেষ প্রতিনিধিঃ সংবাদপত্রের পাতায় বিয়ের পাত্রী চেয়ে বিজ্ঞাপন নতুন কিছু নয়। কিন্তু মাঝে মাঝে কিছু বিজ্ঞাপন পাঠকের বিশেষ দৃষ্টি কাড়ে। তেমনিই একটি বিজ্ঞাপন দিয়েছেন মোঃ কছির উদ্দিন নামের এক যুবক। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায় আমিরাবাদ স্কুল রোড তজু মুন্সিপাড়া আমিরাবাদ ইউনিয়ন ওয়ার্ড নাম্বার ১,কছির একজন রাজনীতিবিদ ও সম্ভ্রান্ত ব্যবসায়ী বাংলাদেশের আলোচিত একটি পত্রিকায় দেয়া ওই বিজ্ঞাপনের ভাষাও অভিনব। তিনি বলেছেন আমি একজন অত্যন্ত ফর্সা, সুন্দরী, অত্যন্ত সৎ, নির্ভরশীলা, প্রেমময়ী এবং যত্নশীলা, সাহসিনী শক্তিধারী এবং ধনবতী বউ খুজতেছি। চাহিদা এখানেই শেষ হচ্ছে না, তিনি আরো বলেছেন, পাত্রী তো অবশ্যই কট্টর দেশ প্রেমিক হতে হবে। প্রয়োজনে দেশের সেনাবাহিনীতে যোগ দিতে পারা এবং ক্রীড়া ক্ষেত্রে যোগদানের মতো প্রতিভা থাকতে হবে। শিশুদের লালন পালনে বিশেষজ্ঞ হতে হবে। পাশাপাশি তাকে একজন বাংলাদেশীয় মুসলিম ঘরের মেয়ে হতে হবে। কিভাবে ভাল রান্না করতে হয় তাও জানতে হবে পাত্রীকে। মেয়েটির ঝাড়খণ্ড ভালো ফ্যামিলি ও চট্টগ্রামের বাসিন্দা হতে হবে। শুধু তাই নয়, তার মধ্যে ৩৬ টি গুণের সমাহার ও থাকা দরকার। তবে তিনি এও বলেন বিয়ে করার কোন তাড়া নেই। বিজ্ঞাপনটি দেওয়ার মূল উদ্দেশ্য হলো আমার মায়ের জন্য।