মোঃ নাজমুল হাসান বিশেষ প্রতিনিধিঃ
নিয়োগ বাণিজ্য, অর্থ -আত্মসাৎ, সম্পদ লুটপাট, স্বজনপ্রীতি ও দূর্নীতির দায়ে বগুড়ার বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দীন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু মোঃ সুফিয়ান ও সভাপতি আমিনুল ইসলাম ডাবলুর পদত্যাগ ও বিচার চেয়ে অত্র প্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।গত ২৭ আগষ্ট দুপুরের দিকে অত্র শিক্ষা প্রতিষ্ঠানে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অত্র কলেজের শিক্ষার্থীরা বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দীন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও সভাপতির অনিয়ম দুর্নীতির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পদত্যাগ ও বিচার প্রসঙ্গে গত ১৯ আগষ্ট বগুড়া সদর নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন।অভিযোগের প্রেক্ষিতে বগুড়া সদর নির্বাহী কর্মকর্তা একটি তদন্ত কমিটি গঠন করেন। এ তদন্ত কমিটি ২৭ আগষ্ট মঙ্গলবার কলেজ পরিদর্শনে এসে কলেজের সকল শিক্ষক ও আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসেন। সেখানে অভিযোগ ও শিক্ষার্থীদের দাবি সমূহ বিচার বিশ্লেষণ করেন এবং আরো বিষয়টি ক্ষতিয়ে দেখতে কয়েকদিনের সময় চেয়ে নেন।আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, অত্র কলেজের সভাপতি ও অধ্যক্ষ এ কলেজ কে শেষ করে দিয়েছে। প্রতিষ্ঠানের সরকারি অর্থ লুটপাট করে খেয়েছে, নিয়োগ বাণিজ্য করেছে। এসময় উপস্থিত ছিলেন অত্র কলেজের শিক্ষার্থী ইমরান হোসেন,আবিদ হাসান, শাকিব, রাফসান রাফি,ইসরাত জাহান,সুরাইয়া সহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী।এ বিষয়ে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনা করে বিষয়টা সমাধা করার জন্য আরো দু’দিনের সময় দেন।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Mail: [email protected]