কামরুল ইসলাম চট্টগ্রামঃ
এক যুগ পেরিয়ে কক্সবাজারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী কক্সবাজার বাসীর উন্নয়নের মহা নায়ক সালাহউদ্দিন আহমেদ।
বুধবার (২৮ আগস্ট) বেলা ১১টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় তাকে স্বাগত জানায় বিএনপির হাজারো নেতা-কর্মী। লোকে লোকারণ্য হয়ে উঠে বিমানবন্দর এলাকা।
এদিকে, সকাল থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা ভিড় করে শহরে। বিমানবন্দর সড়ক থেকে শুরু করে শহরের শহীদ মিনার পর্যন্ত মানুষে মানুষে পরিপূর্ণ হয়ে উঠে। কক্সবাজার থেকে তিনি সড়ক পথে বিভিন্ন পথসভায় বক্তব্য দেয়ার পর যাবেন নিজ জন্মস্থান পেকুয়াতে। সেখানে সন্ধ্যায় স্থানীয় বিএনপি আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এই সফরে সালাহউদ্দিন আহমেদ সপ্তাহ খানেক কক্সবাজারে অবস্থান ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত, তাদের কবর জিয়ারত এবং বিগত ১৬ বছরে স্বৈরাচারী সরকারের নির্যাতন-নিপীড়নে নিষ্পেষিত নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানিয়েছেন জেলা বিএনপি। ২০১৫ সালে উত্তরার একটি বাসা থেকে গুমের শিকার হন তিনি। এরপর তার সন্ধান পাওয়া যায় ভারতের শিলংয়ে। ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে আসেন সালাহউদ্দিন আহমদ।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Mail: [email protected]