মোঃ নাজমুল হাসান বিশেষ প্রতিনিধিঃ
সচিবালয় অবরুদ্ধ করে রবিবার (২৫ আগস্ট) ভাঙচুর ও শিক্ষার্থীদের উপর হামলা চালায় আনসাররা। এ ঘটনায় হওয়া মামলায় গ্রেফতার ৩৯০ জন আনসার সদস্যকে সোমবার (২৬ আগস্ট) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৬ আগস্ট) ঢাকার মুখ্য মহানগরের পৃথক কয়েকটি আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে জানা গেছে, এদিন শাহবাগ থানার মামলায় গ্রেফতার ১৯১ জন, রমনা থানার মামলায় ৯৮ জন, পল্টন থানার মামলায় ৯৫ জন ও বিমানবন্দর থানার মামলায় গ্রেফতার দেখানো ৬ জন আনসার সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ চার থানার মামলায় অন্তত ৪৩৭ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এছাড়া অন্তত ৪ হাজার অজ্ঞাতনামা আনসার সদস্যদের আসামি করা হয়েছে।
সোমবার ঢাকার শাহবাগ, রমনা, পল্টন ও বিমানবন্দর থানায় মোট চারটি মামলা দায়ের হয়। এখানে নাম উল্লেখ করে আসামী করা হয়েছে ৪২৬ জনকে। মামলায় আসামীদের বিরুদ্ধে অবৈধভাবে দলবদ্ধ হয়ে অবরুদ্ধ ও সহিংসতায় লিপ্ত হওয়ার অভিযোগ আনা হয়েছে।চাকরি স্থায়ীকরণসহ কয়েকটি দাবিতে আনসার সদস্যরা রবিবার সকাল থেকে রাত পর্যন্ত সচিবালয় ঘেরাও করে রাখে। এসময় ভেতরে সচিবালয়ের সরকারি কর্মকর্তা-কর্মচারিসহ বৈষম্যবিরোধী আন্দোলনের তিন সমন্বয়ক আটকা পড়েন।পরে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে এ সংক্রান্ত পোস্ট দিলে হাজার হাজার শিক্ষার্থী সচিবালয়ে পৌঁছায়। এসময় আনসার সদস্যদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]