মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল যিনি পলাশবাড়ীতে বিএনপির একজন পরীক্ষিত কর্মী হিসাবে ব্যাপকভাবে মামলা ও হামলার শিকার হয়েছেন। বহু রতি-মহারতি রাজনীতিবিদদের ষড়যন্ত্রের শিকার হয়েছেন, বহুভাবে তাকে ও তার পরিবারকে হয়রানি করা হলে দমে যাননি তিনি ও তার পরিবার। শত প্রতিকুলতাকে উপেক্ষা করে দলীয় কর্মসূচী সফল করেছেন। ছাত্র রাজনীতিতে হাতেখড়ি উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক আহবায়ক, যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হিসাবে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আজ তিনি পলাশবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক। আব্দুল মোত্তালিব সরকার বকুলের দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও জনপ্রিয়তা রয়েছে। এছাড়াও বিএনপির রাজনীতিতে সক্রিয় নেতাকর্মীদের একটি বিশাল অংশ তার রয়েছে৷ তার এ জনপ্রিয়তাকে নৎসাত করতে একটি চক্র উঠে পড়ে লেগেছে। বর্তমান পরিস্থিতিতে নানা মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এসব অপপ্রচার ও গুজব প্রতিরোধে এবং সর্বসাধারণের নিরাপত্তা প্রদানে পাশে থাকতে তিনি অঙ্গিকার করেছেন। দলীয় দিক-নির্দেশনার আলোকে তিনি স্থানীয় দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন এবং দীর্ঘদিন নির্যাতন ও নিপিরণের শিকার নেতাকর্মীদের আগলে ধরে রেখেছেন। তিনি তার ফেসবুকে একটি পোস্ট করেছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার করছেন বিভিন্ন পেশার মানুষ। তার ফেসবুক পোস্টটি হুবাহুব তুলে ধরা হলো।
"পলাশবাড়ীবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমি মোঃ মোত্তালেব সরকার বকুল আমার নাম ব্যবহার করে কোনো দুষ্কৃতিকারী যদি কোনো চাঁদাবাজি বা অন্যায়, কোনোরকম ভয় দেখিয়ে কোনো কিছু দাবি করে সঙ্গে সঙ্গে আমাকে জানানোর জন্য অনুরোধ করা হলো এবং আমাদের হিন্দু সম্প্রদায়ের প্রতি কোনোধরনের হামলা হলে এরকম কোন ঘটনা ঘটলেই আমাদেরকে ফোন করবেন-01717267556(বকুল)
,01719361870(মিলন) 01318075153 (লিয়াকত) 01763978608 (শামীম রেজা)।
উল্লেখ্য, আব্দুল মোত্তালিব সরকার বকুল পলাশবাড়ী পৌর শহরে সর্বপরিচিত ব্যক্তি আব্দুল মান্নান সরকারের দ্বিতীয় পুত্র।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]