মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর কোটা আন্দোলনের গত ৪ আগস্ট গাইবান্ধা ডিসি অফিসের সামনে পুলিশের গুলিতে খানকাহ শরিফ ফাজিল মাদ্রাসার ছাত্র মোহাম্মদ লিমন মিয়া(আরাফাত) সহ অনেক আন্দোলনরত শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়।লিমন মিয়ার শরীরে ও হাতে প্রায় ৪০ থেকে ৫০টি গুলি লাগে,আহত আবস্থায় গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তির হয়,শরীর থেকে সব গুলি বের করলেও ডান হাতের কুনোই জয়েন্টের হাড়ের ভেতরে ১৩টি গুলি ডুকে আছে, যাহা গাইবান্ধা সদর হাসপাতাল চিকিৎসক লিমন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য রংপুর অথবা ঢাকা দূত যাওয়ার পরামর্শ ব্যক্ত করেছেন।অন্যদিকে দিনমজুর গুলিবিদ্ধ লিমনের পিতা রফিকুল ইসলাম তিনি অত্যন্ত ভেঙে পড়েছেন।অভাবি মানুষ গুলিবিদ্ধ লিমনকে রংপুর অথবা ঢাকায় কিভাবে চিকিৎসা করবেন সেই সামর্থ্য তার তো নাই।এইদিকে অতিদূত হাড়ের ভেতর থেকে গুলি বের করতে হবে ,নইলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে।লিমনের পিতা দানশীল ব্যক্তিদের সাহায্য কামনা করছেন।
যোগাযোগ:-গাইবান্ধা বাস টার্মিনাল সামনে
01707144214
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]