আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
দেশব্যাপী শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত হতাহতের দ্রুত সুষ্ঠু বিচারের দাবিতে এবং রাষ্ট্রীয় সম্পদ সমূহ ধ্বংসের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নেতৃবৃন্দ।
শনিবার বেলা ১১টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধুর আদর্শে ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র শান্ত। ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহবুব মোর্শেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আলী, রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু, কর্মকর্তা পরিষদের সভাপতি সাইদুর রহমান জুয়েল প্রমুখ। এসময় বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র শান্ত বলেন, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজ আমরা এই অবস্হান কর্মসূচিতে অংশগ্রহণ করছি। গত ১৬ জুলাই থেকে অদ্য পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। এপর্যন্ত দেড়শতাধিক শিক্ষার্থী নিহত হয়েছে, অসংখ্য শিক্ষার্থী সহ সাধারণ মানুষ আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা গুলো দুস্কৃতিকারীরা ধ্বংস করে দিয়েছে। যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। যারা এই হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে তদন্ত সাপেক্ষে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আন্দোলন কারি দের সকল দাবি সরকার মেনে নিয়েছেন। হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞের সুস্থ তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। অনতিবিলম্বে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]