নিজস্ব প্রতিনিধিঃ
ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে গৃহ নির্মান সামগ্রী বিতরণ করেছে বিজয়ী নারী উন্নয়ন সংস্থা। রোববার চাঁদপুর জেলার পুরান বাজারের ১,২ ও ৩নং ওয়ার্ডে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঘর তৈরির জন্য পাথর ঢালাইয়ের শতাধিক পিলার বিতরন করেন বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান।
তানিয়া ইশতিয়াক বলেন, বিজয়ী ২০২০ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে চাঁদপুরের মানুষের সাথে ছিল এবং থাকবে। নারীদের উন্নয়নসহ বিপদআপদে বিজয়ী সামর্থ্য সবটুকু নিয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়েছে। ঘূর্ণিঝড়ে রেমাল একটি বড় বিপদ একটি জাতীয় দুর্যোগ তাই এই দূর্যোগের কারনে অনেকের ঘরবাড়ি ভেঙ্গে গেছে তারা খোলা আকাশের নিচে আছে। তাদের ঘরগুলো ঠিক করা অত্যান্ত জরুরি বলে মনে হয়েছিল আমার। তাই টিম বিজয়ী নিয়ে আমরা ঘর তৈরির জন্য পাথরের তৈরি শতাধিক পিলার বিতরন করি।
প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন বিজয়ী নারী উন্নয়ন সংস্থা স্বপ্ন দ্রষ্টা আশিক খান, বিজয়ীর সদস্য মীম আক্তর, ইন্টারেক্ট ক্লাব অব চাঁদপুরের প্রেসিডেন্ট সাহিরা নাসির, সুইটি সূত্রধর, উপমা সাহা, সিন্দুর তন্বী, আহমেদ বর্ষা, শর্মিলা, ফাতেমা তুজ বৃষ্টি, আরিশা সহ বিজয়ীর কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]