মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলা পুলিশ লাইন্সে বার্ষিক প্যারেড পরিদর্শন,কল্যাণ সভা ডিআইজি, বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর কর্তৃক, গাড়ীর চাবি হস্তান্তর, বৃক্ষরোপণ, রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন ও পুলিশ অফিসে অপস্ কন্ট্রোল এন্ড সিসিটিভি মনিটরিং সেন্টার উদ্বোধন করেন
বার্ষিক প্যারেড পরিদর্শন ও রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শনের উদ্দেশ্যে জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম (বার), পিপিএম, ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত), রংপুর রেঞ্জ, রংপুর মহোদয় পুলিশ লাইন্স গাইবান্ধায় উপস্থিত হলে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান জনাব মোঃ কামাল হোসেন পিপিএম, পুলিশ সুপার গাইবান্ধা।
পরবর্তীতে মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় গাইবান্ধা পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পরিদর্শন প্যারেডের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন।
প্যারেড পরিদর্শন শেষে মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় সুশৃংখলভাবে প্যারেড সম্পন্ন করায় প্যারেডে অংশগ্রহণকৃত অফিসার ও ফোর্সদের ধন্যবাদ জানান এবং পুরস্কার প্রদান করেন।
রেঞ্জ ডিআইজি মহোদয়ের সঙ্গে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ কামাল হোসেন, পিপিএম।
প্যারেড কমান্ডার হিসেবে উক্ত বার্ষিক পরিদর্শন প্যারেড পরিচালনা করেন ধ্রুব জ্যোতির্ময় গোপ, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার এ-সার্কেল গাইবান্ধা।
প্যারেড পরিদর্শন শেষে মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় মোটরযান শাখা, অস্ত্রাগার, পুলিশ হাসপাতাল, বিভাগীয় ভান্ডার, ক্লোথিং স্টোর পরিদর্শন করেন।
অতঃপর মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাইবান্ধা জেলার অফিসার ও ফোর্সদের সাথে বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করেন। তিনি কল্যাণ সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং সমাধানের যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। ডিআইজি মহোদয় সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করে বিশেষ কল্যাণ সভা সমাপ্ত করেন।
বিশেষ কল্যান সভা শেষে মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় গাড়ীর চাবি হস্তান্তর, পুলিশ লাইন্স গাইবান্ধায় একটি আমলকী গাছের চারা রোপণ, রিজার্ভ অফিস গাইবান্ধা বার্ষিক পরিদর্শন এবং পরিদর্শন শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
পরবর্তীতে মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় গাইবান্ধা জেলার ডিএসবি শাখা পরিদর্শন এবং পুলিশ অফিসে অপস্ কন্ট্রোল এন্ড সিসিটিভি মনিটরিং সেন্টার উদ্বোধন করেন।
মোঃ আবু সায়েম প্রধান, কমান্ড্যান্ট, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, গাইবান্ধা, জনাব মোঃ ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), জনাব মোঃ ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ জনাব আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার বি-সার্কেল জনাব ধ্রুব জ্যোতির্ময় গোপ, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার এ-সার্কেল। জনাব উদয় কুমার সাহা, সিনিয়র সহকারী পুলিশ সুপার সি-সার্কেল, ডিআইও-১, কোর্ট পুলিশ পরিদর্শক, ওসি ডিবি, অফিসার ইনচার্জ। সকল থানা টিআই প্রশাসন ,টিআই মটরযান শাখা ও আর আই (পুলিশ লাইন্স), গাইবান্ধাসহ অন্যান্য অফিসার্স ও ফোর্সবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]