বান্দরবান রিপোর্টারঃ
লামার ফাঁসিয়াখালী ইউনিয়নে রাবারখেকো
বান্দরবান জেলার লামার ফাঁসিয়াখালী ইউনিয়ন হারগাজা ফইরাখোলা যেন রাবার গাছ কাটার হিড়িক। এই ইউনিয়নে একের পর এক রাবার বাগানের গাছ কেটে সাবাড় করলে ও বনবিভাগ নিশ্চুপ হয়ে আছে, আমাদের চোখ যেন অন্ধ। বান্দরবানে লামায় রাবার খেকো ও বনখেকোদের কারণে আজ রাবার শিল্প যেন লামা থেকে বিলুপ্ত হওয়ার পথে। সরকারি লিষ্ট দেয়া মালিকানা রাবার বাগানগুলো এখন এক পর্যায়ে নেই বললে চলে। সরেজমিনে গিয়ে দেখা যায় ফাঁসিয়াখালী ইউনিয়নে যে বড় বড় রাবার বাগান গুলো ছিল এখন তা আর নেই। সরকারি লোন নেয়া রাবার বাগান গুলো গোপনে স্থানীয় প্রভাবশালী কিছু নেতৃবৃন্দের সহযোগিতায় ও অসাধু কিছু কর্মকর্তার সাহায্য রাবারখেকো এবং বনখেকোরা দিন দিন প্রকাশে দিবালোকে দিন রাত বেপরোয়া হাড়ে রাবার গাছ কেটে সাবাড় করছে। এখন প্রশ্ন হলো ইংয়াছা বনবিটে থেকে কি লাভ সরকারি যে পার্সেন্টেটিস রাবার শিল্প এবং রাবার বাগান থেকে পাওয়ার কথা সে অনুযায়ী কি সরকার পার্সেন্টটিস পেয়েছে, নাকি সাধু কর্মকর্তাগণ দের ভিতরের পকেট ভারী হয়েছে। উপরের উল্লেখিত বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ বাণিজ্যিক শিল্প রাবার বাগানগুলো কে রক্ষা করতে বান্দরবান জেলা প্রশাসক, লামা বনবিভাগ ( ডিপু ), ও লামা উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]