চকরিয়া কক্সবাজার প্রতিনিধিঃ
চকরিয়া প্রেস ক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক সাংবাদিক এ.কে.এম বেলাল উদ্দীন এর পিতা মরহুম হাজী ফেরদৌস আহমদের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০১৯ সালের ৯ জুন তিনি মৃত্যু বরণ করেন। তিনি জীবদ্দশায় সরকারি চাকুরী জীবনে সড়ক ও জনপদ বিভাগের অবসরপ্রাপ্ত স্টাফ ছিলেন।
মরহুম হাজী ফেরদৌস আহমদের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রোববার (৯ জুন) সকাল ১০ টায় পৌরসভার ২ নং ওয়ার্ডে "চিরিংগা ইসলামিয়া এমদাদুল উলুম মহিউচ্চুন্নাহ মাদ্রাসায়" দোয়া মাহফিলে হযরত মাওলানা আবদুল খালেক বিশেষ মোনাজাত পরিচালনা করেন।এদিন বাদে জোহর পৌরসভা ৯ নং ওয়ার্ডের রহমানিয়া বালক- বালিকা হেফজখানা, এতিমখানা ও ইবতেদায়ী মাদ্রাসায়" পবিত্র খতমে কোরআন, মিলাদ মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা হাফেজ বশির আহম্মদ।একই সময় ৮ নং ওয়ার্ডের মাষ্টার পাড়া দারুচ্ছালাম হেফজখানা ও এতিমখানায় পবিত্র খতমে কোরআন, মিলাদ ও বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ ওসমান গনি।
বিকাল ২ টা ৩০ মিনিটে কাকারা মাঝের ফাঁড়ি জমিয়াতুল উলুম তাহফিজুল কোরআন হেফজখানা ও এতিমখানায় পবিত্র খতমে কোরান ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো জাহেদ (অন্ধ হাফেজ)।
বিকাল ৩ টায় শাহারবিল মাইজঘোনা জামিয়া রশিদিয়া এতিমখানায় মিলাদ মাহফিল পরিচলনা করেন হযরত মাওলানা আবদুর রশিদ।বাদ আছর হালকাকারাস্থ নিজবাসভবন "আছমা ম্যানশনে" বিশেষ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে উপস্থিত ছিলেন চিরিংগা বাসস্টেশন জামে মসজিদের খতিব অধ্যাপক মাওলানা কফিল উদ্দিন ও মাওলানা এমরান,হাফেজ জামাল হোছাইন,হাফেজ নাজেম প্রমুখ। মাহফিল সমূহে মরহুম হাজী ফেরদৌস আহমদের জন্য মহান আল্লাহর দরবারে বেহেস্তের উচ্চ মকাম কামনা করে দোয়া চাওয়া হয় এবং মরহুমের জীবনের বিভিন্ন গুনাবলি নিয়ে আলোচনা হয়।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Mail: [email protected]