শফিক শাহিন বানারীপাড়াঃ
সুশিক্ষা অর্জন করবো উন্নত দেশ গড়বো স্লোগানকে সামনে রেখে বরিশালের বানারীপাড়া বিশারকান্দি ইউনিয়নের"শিক্ষাই শক্তি' সংগঠনের উদ্যোগে এইচ এস সি ২০২৩ এবং এস এস সি ২০২৪ মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। ১৮ মে শনিবার উপজেলার মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম রিয়াজ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশারকান্দি ইউনিয়নে চেয়ারম্যান শাইফুল ইসলাম শান্তু।মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে বিকাল 4 টায় অত্র সংগঠনের সদস্য মোঃ সোহাগ এর প্রাণবন্ত সঞ্চালনায় এইচ এস সি ২০২৩ ও এস এস সি ২০২৪ সালে জিপিএ-৫ প্রাপ্ত ২২ জন এবং কিন্ডারগার্টেন থেকে বৃত্তি প্রাপ্ত ২ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সভাপতি মোঃ সজিব, সাধারণ সম্পাদক মোঃ ইউনুস, উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ আলমগীর হোসেন,মহিউদ্দিন, আসাদুজ্জামান,হুমায়ুন কবির, ব্যাংক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম শান্ত, স্বপন কুমার বিশ্বাস,রেজাউর রহমান রনি,মোসাম্মৎ রুমানা আক্তার মারুফা, ও মোঃ জিহাদুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার চৌমোহনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লোকমান হোসেন,আজিজুল হক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম,মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন সহ অত্র এলাকার শিক্ষানুরাগী ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি বলেন আপনার দেশের উজ্জল ভবিষ্যৎ স্মার্ট সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আপনারা মাদক,সন্ত্রাস, বাল্যবিবাহ রোধ করে নিজেদেরকে শিক্ষার আলোয় আলোকিত করে উন্নত দেড় গড়ার লক্ষে ভূমিকা রাখতে হবে। মনে রাখতে হবে সুশিক্ষা অর্জন করবো উন্নত দেশ গড়বো।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]