একরামুল হক অন্তর বান্দরবানঃ
বান্দরবানের লামা পার্শ্ববর্তী ঐতিহ্যবাহী বিলছড়ি হেব্রোণ মিশনে মানসিক ও স্বাস্থ্যবিধি বিষয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মে,২৪ ইং) বেলা ১১ টায় আগাপের বাস্তবায়নে এসময় প্রচারণা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক মনতাজন ত্রিপুরা।
এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মহেন্দ্র ত্রিপুরা-ভাইস চেয়ারম্যান, আগাপে বোর্ড, সেন্টার কমিটি এলসিসি। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প ম্যানেজার যোনা ত্রিপুরা, লামা উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সহকারী ইন্সপেক্টর মিসেস শামসুন নাহার লিপি, হেব্রোণ খ্রিষ্টান স্কুলের প্রধান শিক্ষক- স্মীতা ত্রিপুরা।
আরও শহীদ আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নূরুল মোস্তফা, লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: মোস্তফা সাব্বির, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: ফরহাদ সিদ্দিকিসহ লোকাল এলসিসি কমিটি সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসংগত, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, বিলছড়ি বিডি-০৫০২ আয়োজনে, আগাপের বাস্তবায়নে ও কমপ্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে মাসিক স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে প্রচারাভিযান-২০২৪ এ অংশগ্রহনকারী ৮৬ জন কিশোরী প্রত্যেকজনকে ৩টি কাপড় কাচা সাবান, ৩টি গায়ে মাখা সাবান, ৬টিকরে আয়রন ফলিক এসিড, ৩ প্যাকেট স্যানিটারী নেপকিন বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]